প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৬:৪৯:৩৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সাতকানিয়া সরকারি কলেজ, আল হেলাল ডিগ্রী কলেজ, জাফর আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুদ্দিন সবুজ।
এ সময় কামরুদ্দিন সবুজ বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে ছাত্রদলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই জনগণের কাছে ৩১ দফা রূপরেখা তুলে ধরতে হবে। কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক শোডাউন ও জাহির করা কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে। এবং তিনি বিনয়, সততা, ধৈর্য্য ও সহযোগিতামূলক রাজনীতিতে সম্পৃক্ত থাকতে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
দিকনির্দেশনামূলক সাংগঠনিক সভার সমন্বয়কারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন, সদস্য যথাক্রমে মহিবুল হক আতিক, মোহাম্মদ জিসান, মহিউদ্দিন সাগর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ মিসবাহ, মুনতাসীর,তাসরিয়ান,কাইছার,আব্দুল্লাহ আল নোমান, রিয়াদ, জিসান, সাইফুল ইসলাম সোহাগ, হাসান মাহামুদ নিজয়, মুজিবুর রহমান সোহাগ, মোরশেদুল আলম প্রমুখ।