বাংলাদেশ

‘পেঁয়াজের দাম আরও এক মাস বেশি থাকবে’

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২১ , ৬:৫৮:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাজারে পেঁয়াজের দাম আরও এক মাস বেশি থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আজ সোমবার সচিবালয়ে চারটি প্রধান নিত্য পণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য সচিব জানান, উৎপাদিত পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এ বাড়তি দাম অব্যাহত থাকবে। অধিক বৃষ্টিপাতের কারণে ভারতের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে।

দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে দাবি করে তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে যেন বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। বৈঠকে পেঁয়াজ ছাড়াও ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল সরবরাহ, চাহিদা ও দাম নিয়েও আলোচনা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এতে ভার্চুয়ালি অংশ নেন।

দেশের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। গত মাসেও এই দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। বাজারে বর্তমানে চিনির দামও বাড়তি। তবে শিগগিরই চিনির দাম কমতে পারে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী ও সচিব।

আরও খবর

Sponsered content

Powered by