চট্টগ্রাম

বোয়ালখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো তিন বসতঘর

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৫:২১:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চট্টগ্রামের বোয়ালখালীতে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী ঘোষপাড়া জীবন হরি তালুকদারের বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ঘরে ১১টি পরিবার থাকত। আগুনে উত্তম কুমার তালুকদার (৫৮), অশোক কুমার তালুকদার(৫৭),দিলীপ কুমার তালুকদার(৭০), কাজল কুমার তালুকদার(৬২), মৃদুল কুমার তালুকদার(৪৮), অমর শীল(৫০), বীষু শীল(৬০)এর পরিবারের কক্ষ পুড়ে গেছে।

ভুক্তভোগী অশোক কুমার বলেন, আমাদের সবার ঘরের সব মালামাল পুড়ে গেছে। এখন শীতের খোলা আকাশের নিচে পরিবারের সবাইকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।

বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ অগ্নি-দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনটি ঘরে ১১টি পরিবার বসবাস করতো।এখন তারা নিঃস্ব হয়ে গেছে। বোয়ালখালী পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জহুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মো. হায়দার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন আগুন লাগার খবর দিলে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর

Sponsered content

Powered by