প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৭:৪৯:৫৪ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রসংস্কারে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য পাহাড়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে।
১৯শে অক্টোবর (শনিবার) আউলিয়া বাজার ঈদগা মাঠে বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল),ও বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি জেলা বিএনপি হাফিজুর রহমান মোল্লা (কচি), সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপি জহিরুল হক খোকন, আহবায়ক বিজয়নগর উপজেলা জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন।
এ সময় বিগত সরকারের আমলে বিএনপি কর্মী যারা অন্যায় ভাবে জেল খেটেছেন তাদেরকে ক্রেস্ট ও ফুলেরমাল্য দিয়ে বরণ করেন।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, আওয়ামী লীগের মতো জনগণের সাথে অন্যায় অত্যাচার ও স্বৈরাচারী আচরণ করা যাবে না, আমরা বিএনপির দল জনগণের আস্তায় বিশ্বাসী, সবসময় জনস্বার্থে কাজ করে যাব।