রংপুর

দিনাজপুরে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণে নারীদের ব্যাপক সাড়া

  প্রতিনিধি ১১ মার্চ ২০২১ , ৭:১৪:০০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর শহরের সারেদেশ্বরী স্কুলে আয়োজিত আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের দাবি নিজেদের মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছেন তারা।

জীবনে চলার পথে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে যোগ্য বলেও দাবি করেন তারা। বহ্নি শিখা সংগঠনের উদ্যোগে বলিয়ার নারীর আয়োজনে আত্মরক্ষা কৌশল, আত্মবিশ্বাস উন্নয়ন ও কারাতে প্রশিক্ষণ কর্মশালা চলে সপ্তাহব্যাপী।

আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণে নারীরা হবে আত্মকেন্দ্রীক পাশাপাশি অন্যান্য নারীদের অনুপ্রেরণা জোগাবে এ প্রশিক্ষণ, জানালেন ভয়েজ এর সাধারণ সম্পাদক ফারহানা রহমান। বহ্নিশিখার সদস্য হাফসা তাসনিম বলেন, জেলা পর্যায়ে এ প্রশিক্ষণে সববয়সী নারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

উন্নত নারী সমাজগঠনের সহায়ক হিসেবে এসব কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখেবে বলে মনে করেন গ্রীণ ভয়েজের সমন্বয়ক আব্দুল মান্নান।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী সুমি বলেন, প্রথমদিকে একটু ভয় কাজ করলেও প্রশিক্ষণ শেষে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। গতকাল সারদেশ্বরী স্কুলে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহনকারী নারীদের সনদ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by