চট্টগ্রাম

কর্ণফুলীতে মামলা করতে এসে উল্টো নিজেই আটক

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৫:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে মামলা করতে এসে উল্টো নিজেই আটক

প্রাইভেটকার ভাঙচুর করার অভিযোগে চট্টগ্রামের কর্নফুলী থানায় মামলা করতে গিয়ে ইমরান হোসেন বাবলু (২৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে হয়েছে। গ্রেপ্তার হওয়া ইমরান হোসেন বাবলু কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া (৬ নম্বর ওয়ার্ড) আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আলী হোসেন এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে যায় ও মোটরসাইকেলেরও কিছুটা ক্ষতি হয়। প্রাইভেটকারের চালক থানায় মামলা করতে গেলে মোটরসাইকেল আরোহী দুইজনও থানায় আসেন। পরে পুলিশ বিশ^স্থ সূত্র ও তথ্য উপাত্ত যাচাই-বাছাই করতে গিয়ে জানতে পারেন মামলা করতে আসা প্রাইভেটকার চালক যুবক (ভিকটিম) বাবলু কর্ণফুলীর জাফর হত্যা মামলা ও চেক প্রতারণা মামলার আসামি। পুলিশের খোঁজে তার সত্যতাও মিলে। এরই মধ্যে তথ্য মিলে গত বছরের ২৩ ডিসেম্বরেও কর্ণফুলী থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন এই ইমরান হোসেন বাবলু ও সাজেদা বেগম সাজু। জানা যায়, সাজেদা বেগম তার মা। তাছাড়া গত ২০১৭ সালের ২৪ আগস্ট চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ফকির মসজিদের সামনে সংঘটিত জাফর আহমদ হত্যাকান্ডের আসামি ছিলেন ইমরান হোসেন বাবু।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে তিনজনেই থানায় আটক রয়েছেন।’

আরও খবর

Sponsered content