দেশজুড়ে

পার্বত্য রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি পালন

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৭:৫২:০৬ প্রিন্ট সংস্করণ

পার্বত্য রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি পালন

পার্বত্য জেলা খাগড়াছড়ি সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক, মিথ্যা মামলার প্রতিবাদ ও আটকদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন পাহাড়ের জেলা রাঙ্গামাটির কর্মরত সাংবাদিক ও মিডিয়াকর্মীরা।

২৮ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে ঘণ্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবে সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীকী কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক হিমেল চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমুসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। পার্বত্য খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। 

বক্তারা বলেন, আমরা ধারণা করেছিলাম, অন্তর্বতী সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু তার বিপরীত দেখছি, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। তাই খাগড়াছড়ি জেলার সাংবাদিক প্রদীপ চৌধুরী ও চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারাদেশে আটক ও গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তি মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। 

কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content