প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৬:১৪:২৭ প্রিন্ট সংস্করণ
‘সিপ্লাস টিভি’র স্টাফ রিপোর্টার মরহুম সোলতান মাহামুদ চৌধুরী রাসেল’র কবর জেয়ারত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ও সাবেক যোগাযোগ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সোমবার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে চৌধুরী রাসেল’র কবর জেয়ারতের সময় তাঁর সাথে ছিলেন তাঁর ছেলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীন আহমেদ, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আইয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি এম. আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব নাছির উদ্দীন, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়ছার হামিদ, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, মোহাম্মদ ফারুক, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল আহবায়ক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব করিম উদ্দিন রানা সহ এলডিপি, গনতান্ত্রিক যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।