দেশজুড়ে

ঝালকাঠিতে ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে চেম্বার অব কমার্স

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৪:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব এর কারনে কর্মহীন, অসহায় এবং দুস্থ  মানুষের মাঝে মানবতার সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন ঝালকাঠি চেম্বার অব কমার্স। ঝালকাঠিতে চেম্বার অব কমার্স & ইণ্ডাষ্ট্রির উদ্যোগ কর্মহীন ও দরিদ্র তিন হাজার পরিবারকে খাদ্য – সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১-টায় শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। পরে জেলা প্রশাসক মোঃ জোহর আলী দরিদ্র ও অসহায়  মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,  ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং  ১-টি সাবান।

খাদ্য সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক,  পরিচালক মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ও রেজাউল করিম জাকির।

আরও খবর

Sponsered content

Powered by