শিক্ষা

ইবিতে ‘মাল্টিড্রাগ’ বিষয়ক পিএইচডি সেমিনার

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৩:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ

মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাল্টিড্রাগ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিভাগের অধ্যাপক ড. দিপক কুমার পালের তত্ত্বাবধানে ড. আমিনুল হক রতন তার গবেষণাপত্র উপস্থাপন করেন। সেমিনারে বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম। এ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

সেমিনারে আলোচক ব্যাকটেরিয়াজনিত রোগের সেরোটাইপিং এবং আণবিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেন। এ ছাড়া মাল্টিড্রাগ ব্যবহার করেও রোগ নিরাময় না হওয়ার পিছনে ম‚ল কারণগুলি সম্পর্কে আলোকপাত করেন।

আরও খবর

Sponsered content

Powered by