দেশজুড়ে

লংগদুতে জামায়াতের শব্বেদারী অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ৪:০৭:২৮ প্রিন্ট সংস্করণ

লংগদুতে জামায়াতের শব্বেদারী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইনীমুখ ইউনিয়ন (পশ্চিম) শাখার আয়োজনে স্থানীয় একটি মসজিদে এক শব্বেদারী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছ।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭.৪৫ টায় উপজেলার মাইনীমুখ ইউনিয়ন আমীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মোঃ ওসমান গনি এর সঞ্চালনায় উক্ত শব্বেদারী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিমের সহকারী পরিচালক  মাও. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া

উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মো. নুরুল আবছার, এসময় দারসুল কুরআন পেশ করেন মাইনীমুখ ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. ফেরদৌস আলম ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন এর কর্মীরা ব্যক্তিগত আমল বৃদ্ধির মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দিবে। ইসলামী রাষ্ট্র গঠন করার পূর্ব শর্ত হলো রাষ্ট্রের মানুষকে ইসলামের বিধি বিধান সম্পর্কে সচেতন করা।
আলোচনা শেষে রাতে তালিমুল কুরআন ও নফল ইবাদত করে ফযরের নামাজ আদায় শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত সব্বেদারী প্রোগ্রামের সমাপ্তি হবে বলে জানান ইউনিয়ন জামায়াতের আমীর।

আরও খবর

Sponsered content