রংপুর

বোদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

  প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৪:০৬:২৯ প্রিন্ট সংস্করণ

বোদা(পঞ্চগড়) প্রতিনিধি : মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি,নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ের বোদায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএসআই রাজিউর করিম রাজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,ডা.আজাহারুল ইসলাম,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার নুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,সুরমা বেগম,দেলোয়ার হোসেন ও প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন। সভা শেষে ভাল কাজের জন্য সূর্যের হাসি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by