দেশজুড়ে

বাগেরহাটে নব নির্বাচিত আইন কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৪ , ৭:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে নব নির্বাচিত আইন কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন

বাগেরহাটে জেলার জেলা ও দায়রা জর্জ আদালত ও এর আধীন আদালতের এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ৫৩ জন আইন কর্মকর্তা নিয়ােগ করা হয়েছে।

বাগেরহাটে জেলা ও দায়রা জর্জ আদালতে নতুন আইন কর্মকর্তা (পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন বাগেরহাট শহরের হরিণ খানা এলাকার মৃত. মহিউদ্দিন মুনছুর খোকনের ছেলে অ্যাডভোকেট মাহাবুব মোরর্শেদ লালন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ছাত্রদলের নেতা মাহাবুবুর রহমান লালন।

নারী শিশু নির্যাতন ট্রাইবুনালে আইন কর্মকর্ত হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট হাওলাদার এ মান্না, এম এ ওয়াদুদ মুক্তা, শাহিনা আক্তার ও মো. জোবায়ের শেখ। জেলা ও দায়রা জর্জ আদালতের অতিরিক্ত আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আজাহার আলী হাওলাদার, মো. আসাদুর রহমান, মো. আলতাপ হোসেন সহ ৪৫ জনকে সহকারি  আইন কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নব নির্বাচিত আইন কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা

আরও খবর

Sponsered content