দেশজুড়ে

বাউফলে মাদক ব‍্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ৫:২২:২৩ প্রিন্ট সংস্করণ

বাউফলে মাদক ব‍্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাউফল বরিশাল মহাসড়কের গোসিংগা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই সময় বক্তারা বলেন, একাধিক মাদক ও হত্যা মামলার আসামী মিন্টু এলাকার পরিবেশ বিঘ্ন করছে। পুলিশের একজন কর্মকর্তা তার আত্মীয় হওয়ায় তিনি আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আসেন। যতবার গ্রেফতার হয়েছেন ততবারই দ্রুত সময় তিনি জেল থেকে বেড়িয়ে এসে নতুন উদ্দ্যমে ব্যবসা চালু অব্যাহত রাখেন।

একই পরিবারের রাকিব মুসা ও মিন্টু মৃধার স্ত্রী রাবেয়াও মাদক ব্যবসার সাথে জড়িত। গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজ সেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, ইউপি সদস্য আ: মালেক খান, রাজিব ও স্থানীয় সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।

আরও খবর

Sponsered content