চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিনা অস্ত্রোপচারে ২৪ ঘণ্টায় ১৯ নবজাতকের জন্ম

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৬:৩৯:০০ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড (চট্টগ্রাম)  :      

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা অস্ত্রোপচারে গত ২৪ ঘণ্টায় ১৯ নবজাতকের জন্ম হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা এসব প্রসূতি মায়ের ডেলিভারি সফলভাবে সম্পন্ন করে। গতকাল শনিবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন। জানা গেছে, বিনা অস্ত্রপচারে জন্ম নেয়া নবজাতকের মধ্যে ১০টি ছেলে ও ৯টি মেয়ে রয়েছে। তাদের প্রত্যেকের গর্ভধারিণী মা ও নবজাতকরা সুস্থ আছে।মেডিকেল অফিসার ডা.নাহিদা আক্তার এর নেতৃত্বে ডা.সালাউদ্দিন, সিনিয়র স্টাফ নার্স মায়া রানী, মিডওয়াইফ মিসেস রাফীন, উপসহকারী মেডিকেল অফিসার শিরিন আক্তার ও ধাত্রীসহ সংশ্লিষ্টরা এসব প্রসব সম্পন্ন করে। এদিকে ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ১৯ বাচ্চা প্রসব হওয়ার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন চট্টগ্রাম  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম সিভিল সার্জেন ডা.মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.নুর উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমাসে ১০০ থেকে ১৩০ জন প্রসুতি মাকে সুস্থভাবে ডেলিভারীর মাধ্যমে বাচ্চা প্রসব করানো হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by