প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৭:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ নভেম্বর) সকাল দশ টায় উপজেলার ৫ নং ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী সরকারি প্রাঃ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম শফি কামাল।
এছাড়াও বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের লংগদু উপজেলা সেক্রেটারি তরিকুল ইসলাম তুহিন, ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল জলিল, হৃদয়ে ভাসান্যাদম এর সমন্বয়ক মো. মহিউদ্দিন আযাদ সহ প্রমুখ্য নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের গড়ার কারিগর। তাই তিনি শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে উঠতে পরামর্শ দেন।
এসময়ে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে পথ হারিয়ে না ফেলে সেজন্য শপথ পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।