রংপুর

ছুটি শেষে হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  প্রতিনিধি ৭ মে ২০২২ , ৬:০৭:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শনিবার (৭ মে) পুনরায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। সেইসাথে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ছয়দিনের ছুটি শেষে আজ ৭ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

আমদানি-রপ্তানি শুরু হওয়ায় পর থেকে বন্দর সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আরও খবর

Sponsered content

Powered by