চট্টগ্রাম

নবীনগরে ইউএনও’র উদ্যোগে আলিয়াবাদ-গোপালপুর সড়ক সংস্কারের অর্থ প্রদান

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ২:১৪:১৬ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সম্প্রতি টানা বৃষ্টির কারণে আলীয়াবাদ-গোপালপুর সড়কের কান্দিগ্রামে এলজিআরডি নির্মিত সেতুর এক পাশের মাটি সড়ে গিয়ে ১০ গ্রামের মানুষের পাশাপাশি যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহায় স্থানীয়রা। যানবাহন বন্ধ হয়ে যাওয়ার কারণে দোকানের মালামাল বহন ও রোগাক্রান্ত মানুষ হাসপাতালে যাওয়া আসা, হাট-বাজারে ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলসহ ১০ গ্রামের নিত্যদিনের মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা নিবার্হী কর্মকর্তা একরামুল সিদ্দিক। বিষয়টি আমলে নিয়ে সাত দিনের মধ্যেই রাস্তাটি সংস্কার করান উপজেলার এই শীর্ষ কর্মকর্তা।

ফলে ১০ গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ স্বাভাবিক হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে উপজেলা পরিষদের তহবিল থেকে এই রাস্থাটি দ্রুত চলাচল উপযোগী করা হয়। রাস্তাটির দুপাশে রিটার্নিং ওয়াল স্থাপন করে পরিপূর্ণ করার পর অর্থ প্রদান করেন ইউএনও। এই রাস্তাটি দীর্ঘস্থায়ী হোক ।

আরও খবর

Sponsered content

Powered by