দেশজুড়ে

লংগদুতে নবগঠিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৮:০৩:১৬ প্রিন্ট সংস্করণ

লংগদুতে নবগঠিত জেলা পরিষদের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে নব গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দুই সদস্যকে লংগদু উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে। 

২৪ নভেম্বর (রবিবার) সকাল দশটায় নব গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচিত দুই সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। 

উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখা ও লংগদু উপজেলার সর্বস্তরের জনগণ আয়োজিত মো. আনিসুর রহমানের সঞ্চালনায় ও লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো.  হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  লংগদু উপজেলা প্রেসক্রাবের উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক মো. এখলাস মিঞা খান। 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মো. মিনহাজ মুরশীদ, (লংগদু উপজেলা সদস্য) ও মো. হাবিব আজম (রাঙ্গামাটি সদর উপজেলা সদস্য)। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর রফিকুন্নেছা চৌধুরী। 

এছাড়াও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মোঃ নুরে আলম, ইবনে সিনা হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. নাছির উদ্দীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ 

জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ন সম্পাদক এম এ হালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. জানে আলম, 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা সভাপতি মো. সুমন তালুকদার, 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা সভাপতি শাহাদাত হোসেন ইমন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লংগদু উপজেলা সভাপতি রায়হানুল হকসহ প্রমুখ্য।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মিনহাজ মুরশিদ বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে আমাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন,তাতে আমি অভিভূত। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদেরকে এগিয়ে যেতে হবে বহুদুর। আমাদের সকলকে এলাকার উন্নতির জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ, জাতি ও দেশের জন্য কাজ করে যেতে হবে। আমাদেরকে প্রকৃত ও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি অসম্ভব। জ্ঞানে-গুণে মহিমায় আমাদেরকে অবশ্যই উন্নত জাতির সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। 

জেলা পরিষদের অন্যতম সদস্য মো. হাবীব আজম বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি উপজেলা লংগদু। এই লংগদু উপজেলার উন্নতি ও সমৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় অত্র অঞ্চলের উন্নতি করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী দিনের লংগদু উপজেলা হবে পার্বত্য অঞ্চলের একটি মডেল। 

এসময় বক্তারা রাঙ্গামাটির জেলার যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে দ্রুত নানিয়ারচর সড়কের কাজ সম্পন্ন করার জন্য সদস্যদের প্রতি আহবান জানান। জেলা পরিষদের অতীত থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন নিয়োগ পদ্ধতি চালু করতে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অত্র এলাকার প্রবীন ও তরুণদের সমন্বয়ে একটা সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।  আর এর জন্য নিজেদের সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

আরও খবর

Sponsered content