দেশজুড়ে

বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্রের অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে সংবাদ স‌ম্মেলন

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ৭:০৭:৫৬ প্রিন্ট সংস্করণ

বান্দরবান ইসলামী শিক্ষাকেন্দ্রের অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে সংবাদ স‌ম্মেলন

বান্দরবানের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের অবৈধ দখল মুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে বান্দরবানের সর্বস্তরের নাগরিক সমাজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বান্দরবান জেলায় দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারের মহৎ লক্ষ্য নিয়ে আলহাজ্ব ইউনুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহী ১৯৯০ সালে ইসলামী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠানটি চালু করেন। কিন্তু ইউনুস সাহেব  মারা যাওয়ার পর তার ছে‌লে হোসাইন গায়ের জোরে তার পৈত্রিক সম্পত্তির মত ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালকের পদটি দখল করে নেন।

বর্তমা‌নে তি‌নি তার বিশ্বস্থ ও অনুগত লোকজন নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেন। পরিচালকের সু‌যোগ নি‌য়ে হোসাইন সাহেব স্বেচ্ছাচারী, এক গুয়ে‌মি সিদ্ধান্ত, অদক্ষ পরিচালনা ও শিক্ষাকেন্দ্রের সম্পদ ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করার কার‌ণে ইসলামী শিক্ষা কেন্দ্রটি বর্তমানে একটি অকার্যকর ও অচল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একসময় সেখানে ৮ শ থেকে ১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও বর্তমানে সেখানে ১শ থেকে দেড়শ শিক্ষার্থী পড়াশোনা করছে।

এছাড়াও ইসলামী শিক্ষাকেন্দ্রের পরিচাল‌ক হোসাইন মোহাম্মদ ইউনুছ এর না‌মে স্বেচ্ছাচারিতা, দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাতের অ‌ভি‌যোগও রয়েছে। তাই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থে‌কে রক্ষা ক‌রে এলাকার ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষে প্রতিষ্ঠানটি স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের হাতে হস্তান্তর করার দাবী জানান বক্তারা। 

আরও খবর

Sponsered content