দেশজুড়ে

লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৬:১৬:২৩ প্রিন্ট সংস্করণ

লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার হোড় প্রমুখ।

আরও খবর

Sponsered content