ঢাকা

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৩:০৭:৪১ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে একটি বোতাম তৈরির কারখানায় দুপুর ২টার দিকে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পর পর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিশাল কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

আরও খবর

Sponsered content