প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং বিলমাড়ীয়া বাজার এলাকার বাসিন্দা সাংবাদিক সালাহ্ উদ্দিনের পুত্র জিহাদ (১৫) বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। রবিবার সকাল ১১ টায় বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন সর্ম্পূণ করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু সহ সংবাদকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।