দেশজুড়ে

রংপুরে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২১ , ৬:১৬:৫৭ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

দীর্ঘ ৪৮ বছর ধরে বসবাসরত রংপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিন মিয়ার পরিবারকে তাদের বাড়ি থেকে মহান ভাষা দিবস ২১ ফ্রেরুয়ারিতে উচ্ছেদ করার নোটিশ দেবার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসি। শনিবার দুপুরে নগরীর শালবন ইন্দিরার মোড় এলাকায় তাদের বাস ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মরহুম আওয়ামী লীগ নেতা তালেব উদ্দিনের পুত্রবধু রোকেয়া আলম, ছেলে সদরুল আলম বৃদ্ধা আকতারুন্নাহারসহ অন্যান্যরা। তারা অভিযোগ করেন খ্যাতিমান আওয়ামী লীগ নেতা প্রয়াত তালেব উদ্দিন মিয়াকে ৪৮ বছর আগে নগরীর শালবন এলাকায় একটি জায়গা লীজ প্রদান করা হয়। সেখানে তার পরিবারের সদস্যরা বসবাস করে আসছে। কিন্তু জেলা প্রশাসন কোন কারন ছাড়াই ওই বাড়ি থেকে আওয়ামী পরিবারকে উচ্ছেদ করার নোটিশ দিয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। তাদের ওই বাসায় বসবাস করার সুযোগ দেবার দাবি জানান অন্যথায় তাদের পথে পথে ঘোরা ছাড়া কোন উপায় থাকবেনা বলে জানান তারা।

আরও খবর

Sponsered content

Powered by