প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে খ্রীষ্টধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাড়াবাসি,ক্যাথলিক চার্চ,গির্জায় আর্থিক সহায়তা সহ প্রদান করা হয়েছে বিভিন্ন উপহার সামগ্রী।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোনের ডরমিটরি রুমে আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় প্রধান অতিথি লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারণের ধর্মীয় উৎসব উদযাপন যেনো আনন্দ ঘন পরিবেশ বজায় থাকে, কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ যেনো সৃষ্টি না হয়, সেনাবাহীনির পক্ষ হতে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়।
দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী খ্রীষ্টধর্মালম্বীরা যেনো স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী, জোনাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট মোস্তাহিদ।এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি এন এ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।