চট্টগ্রাম

চট্টগ্রামে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৪ , ৬:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ

জনপ্রশাসন সংস্কার কমিশনের দায়িত্বশীলরা চট্টগ্রামে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো. হাফিজুর রহমান ভূঞা, মিহরাজ আহমেদ এবং মেহেদী হাসান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব। জনগণের কিভাবে উন্নয়ন হবে; সেটার জন্যই কাজ করবে জনপ্রশাসন। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে, নাগরিকরা সেবা চাচ্ছেন বা সেবা পেতে কোথায় সমস্যা দেখছেন এবং সমাধান কীভাবে সম্ভব; সেসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে চান বলে জানান তারা।

এতে সাংবাদিকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, মানবাধিকার সংগঠন জেসমিন সুলতানা পারু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল

বক্তারা বলেন, ’প্রশাসনের কাজে হস্তক্ষেপ করা যাবে না। প্রশাসনকে স্বাধীন করে দিতে হবে। লাল ফিতার দৌরাত্ব্য কমাতে হবে। ১০ দিনের কাজ এক বছর দুই বছর লেগে যায়। অনেকেই ভূমি অধিগ্রহণের টাকা পাচ্ছেন না। প্রশাসনের ওপর রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ফ্যাসিস্টদের পুনর্বাসন করা যাবে না।

আরও খবর

Sponsered content