দেশজুড়ে

বাউফল প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হলেন যারা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৫:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ

বাউফল প্রেসক্লাব নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হলেন যারা

পটুয়াখারীর বাউফল প্রেসক্লাবের ২০২৫-২৬ নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহন চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পযন্ত। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ড ও নির্বাচন কমিশনার বাউফল প্রেসক্লাব এ নির্বাচনী তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী প্রেসক্লাবের নির্বাচনের জন্য মনোয়নপত্র গত ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত ক্লাব থেকে সংগ্রহ ও জমা, ২১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২২ ডিসেম্বর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে সভাপতি পদে মনোনয়ন পত্র ক্রয় করেছেন দৈনিক ‘ইত্তেফাক’ পত্রিকার বাউফল প্রতিনিধি  প্রবীন সাংবাদিক অধ্যাপক মো. আমিরুল ইসলাম, দৈনিক ‘সমকাল’ পত্রিকার বাউফল প্রতিনিধি জিতেন্দ্রনাথ রায় ও ‘আমার দেশ’ পত্রিকার বাউফল প্রতিনিধি মো. জলিলুর রহমান। 

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ক্রয় করেছেন ‘ডেইলী অবজারভার’ পত্রিকার বাউফল প্রতিনিধি মো. আরেফিন শহিদ ও দৈনিক ‘মানবকন্ঠ’ ও ‘চ‍্যানেল S’ এর বাউফল প্রতিনিধি প্রভাষক ডা: মো. জসিম উদ্দিন। 

 যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন‍্য  দৈনিক ‘দিনকাল’ পত্রিকার বাউফল প্রতিনিধি অধ্যাপক মো. ইউসুফ সেন্টু ও দৈনিক  ‘সকালের সময়’ পত্রিকার বাউফল প্রতিনিধি  মো. মনিরুজ্জামান হিরোন। 

 বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) ও বাউফল প্রেসক্লাব নির্বাচন ২০২৫খ্রী. এর প্রধান নির্বাচন কমিশনার     প্রতীক কুমার কুন্ডু    স্বাক্ষরিত একটি চিঠিতে থেকে জানা গেছে,

অন‍্যকোন প্রার্থী না থাকায়   বিনা প্রতিদন্ধীতায়   সহসভাপতি নির্বাচিত হয়েছেন   মো. দেলোয়ার হোসেন(প্রতিদিনের সংবাদ)।

কোষাধক্ষ পদে অধ্যাপক মো. ফারুক হোসেন(গণদাবী), প্রচার ও প্রকাশনা পদে উত্তম কুমার (বিজয় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাসুম সিদ্দিকী( দৈনিক ইনকিলাব),  তথ‍্য ও প্রযুক্তি  বিষায়ক সম্পাদক পদে অধ্যাপক মো. মন্জুর মোর্শেদ(ডেইলী নিউ ন‍্যাশন)।

নির্বাহী সদস‍্য পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক  ‘জনকন্ঠ’ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো. কামরুজ্জামান বাচ্চু, এবিএম মিজানুর রহমান (প্রথম আলো),  অধ্যাপক  আবু সুফিয়ান (দৈনিক সংগ্রাম), ও মো. কামরুল হাসান( দৈনিক যায়যায়দিন)।

এবিষয় বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, বাউফল প্রেসক্লাবের নির্বাচন যথা সময় শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোর্টিশ বোর্ডে টানানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

আরও খবর

Sponsered content