প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ
বিজয়নগরে ডায়াবেটিক সমিতির উদ্ভোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার চম্পকনগরে ডায়াবেটিক সমিতির কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. মাসুম।
উক্ত উদ্ভোধনী অনুষ্টানে এড, জয় লাল বিশ্বাসের সভাপতিত্বে ও হাফেজ সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অফিসার আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু,উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন,হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মো. সুমন ভুইয়া, উপজেলা জামাতের আমির আবু সাঈদ সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ট্রমা সার্জন ডা. সুলাইমান মিয়া, ডা. মো. শাহ আজিজ স্বপন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন প্রমুখ।