রাজশাহী

মহাদেবপুরে মল্লিকপুরা জাতের বেগুন চাষ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৫:২৪:৫১ প্রিন্ট সংস্করণ

মো. মেহেদী হাসান, মহাদেবপুর (নওগাঁ) :

 

নওগাঁর মহাদেবপুরে অধিক লাভজনক হওয়ায় ধান ছেড়ে ১০বিঘা জমিতে দেশী মল্লিকপুরা জাতের বেগুন চাষে এলাকার কৃষকের নজর কেরেছেন সেকেন্দার আলী বাবু। তিনি মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের একজন অদর্শ কৃষক। ধান, গম বা অন্য ফসলের চাষ করে তেমন সফলতা না পেলেও এবার উপজেলার খরপা মাঠে ১০বিঘা জমিতে দেশী মল্লিকপুরা জাতের বেগুন চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি। শুধুমাত্র ধান চাষের ওপর নির্ভরশীল কৃষি জমিতে এ জাতের বেগুন চাষ এনে দিয়েছে নতুন গতি।

 

বেগুন চাষ করে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন অন্যদিকে দেশের সবজির চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বেগুন চাষের উৎপাদন খরচ কমাতে সেকেন্দার আলী বাবু সাথি ফসল হিসাবে বেগুনের শুল্লিতেই পেঁয়াজ চাষ করেছেন। একই জমিতে দুটি ফসল চাষ করায় উৎপাদন খরচ প্রায় অর্ধেকে নেমে এসেছে। বেগুন চাষি সেকেন্দার আলী বাবু জানান, গত জানুয়ারি মাসের পহেলা সপ্তাহে তিনি মল্লিকপুরা জাতের বেগুনের চারা রোপণ করেছেন। ৩ মাসেরও কম সময় পরিচর্চা করে গত ২৭ মার্চ প্রথম ১০ মন বেগুন খেত থেকে তুলে বাজারে বিক্রয় করেন। ৯০০ টাকা প্রতি মণ দরে বেগুন পাইকারী দেন তিনি।

 

গত এক সপ্তাহে তিনি প্রায় ২৫ হাজার টাকার বেগুন বিক্রয় করেন। চলতি মৌসুমে ১০বিঘা জমিতে দেশি মল্লিকপুরা জাতের বেগুন চাষে উৎপাদন খরচ বাদে ৬ থেকে ৭ লক্ষ টাকা লাভের আশা ব্যাক্ত করেন তিনি। এ ছাড়াও ২৭ বিঘা জমিতে বোরো ধান ও ১৮ টি পুকুরে মাছ চাষ করেন বলে তিনি জানান। মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এলাকায় কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দীন দেওয়ান জানান, উপজেলার ফাজিলপুর গ্রামের সেকেন্দার আলী বাবু একজন আদর্শ কৃষক। চলতি মৌসুমে ১০বিঘা জমিতে দেশি মল্লিকপুরা জাতের বেগুন চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। একই জমিতে বেগুনের শুল্লিতেই পেয়াজ চাষ করে এক দিকে যেমন উৎপাদন খরচ কমেছে অপর দিকে কৃষকদের উদ্বুদ্ধকরণে ব্যাপক অবদান রাখছেন।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানান, বোরো চাষের চেয়ে বেগুন চাষ অধিক লাভজনক হওয়াই চলতি মৌসুমে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বেগুন চাষ করেছে। এ উপজেলাই উৎপাদিত দেশী মল্লিকপুরা জাতের বেগুনসহ সকল বেগুনের গুনগত মান ভালো হওয়ায় পাইকাররা নওগাঁ জেলার চাহিদা মিটিয়ে বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে বেগুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by