রংপুর

রংপুরে সম্পত্তি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:২৪:৫২ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো :

 

রংপুরের প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলুর পরিবারের পৈত্রিক সম্পত্তি স্বার্থান্বেষীদের হাত থেকে উদ্ধারের দাবিতে শুক্রবার সকালে সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল হাসনাত লাবলুর ছেলে সৈয়দ মুশফিক হাসনাত। এসময় পরিবারের পক্ষে মোছা. রিক্তা হাসনাত, সৈয়দ শামসুজ্জোহা সাজু ও শাহজাহান আলী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সৈয়দ মুশফিক হাসনাত বলেন, মৃত্যুকালে আমার বাবা ওয়ারিশ হিসেবে আমার মা ও এক বোন এবং আমাকে রেখে যান। আমরা ভাইবোন শিশু থাকায় রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের জগদীশপুর এলাকায় কিছু সম্পত্তি যা দেখাশুনা করতে পারিনি। সম্প্রতি আমি উক্ত জমা জমি খোঁজখবর নিয়ে জানলাম স্থানীয় কিছু মানুষ আমাদের জমির উপর দিয়ে ১১০ ফুট জমির আইলকে চলাচলের নামে রাস্তা তৈরি করে ব্যবহার করছেন। শুধু তাই নয়, আমাদের আদিয়ার আফজালুল ও সৈয়দ শামছুল বাসার আমাদের ৬ শতক জমি ও গাছপালা বেদখল করে রেখেছে। উক্ত জমির সীমানা নির্ধারণের জন্য সিটি কর্পোরেশন থেকে সার্ভেয়ার নিয়োগ করলে দেখতে পাই সাবেক আদিয়ার আফজালুল আমাদের জমির আইলকে চাষাবাদের সময় (দৈর্ঘ ১১০ ফুট) প্রশ্বস্থ করেছে এবং আমাদের উক্ত ১৬৯৬ দাগের (বর্তমান হালদাগ ৩০৬৪, ৩০৬৫) মধ্য থেকে তাদের ১৭ শতক জমির সাথে ৬ শতক জমি গাছ-পালাসহ বেদখল করে রেখেছে। সিটি কর্পোরেশন কর্তৃক চিহ্নিত সীমানা আইল তৈরিতে শামছুল বাসার, আফজালুল, শাহ জাহান, পিতা মৃত সিদ্দিক বাধার সৃষ্টি করে এবং এক পর্যায়ে হাজীরহাট থানা থেকে পুলিশ ডেকে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শামছুল বাসার পুলিশকে ভুল তথ্য প্রদানপূর্বক আইল নির্মাণ কাজ বন্ধ করতে অনুরোধ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আইল নির্মাণ কাজ দুই দিনের জন্য স্থগিত করেন। তখন আমার চাচা ও ফুফা-ফুফু স্থগিতের কারণ জানার জন্য হাজিরহাট থানায় ওসির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেন। ওসি পরদিন অর্থাৎ ১৭ জানুয়ারি সরেজমিনে তদন্তপূর্বক বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কিন্তু অদ্যাবধি পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। এই সুযোগে উল্লেখিত ব্যক্তিবর্গ এলাকার কিছু লোকের মিথ্যা স্বাক্ষর গ্রহণ করে আমার চাচা, ফুফা, বর্তমান আদিয়ার ও কিছু দিনমজুরের বিরুদ্ধে হাজিরহাট থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা না করায় উক্ত জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। উল্লেখিত জমির সি.এস, এস.এ, আর.এস. ম্যাপে কোন রাস্তা নাই। এমনকি সিটি কর্পোরেশন কর্তৃক জরিপ ম্যাপে কোন রাস্তা উল্লেখ নাই। জরিপ কাজ পরিচালনাকালে রংপুর সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর লাইকুর রহমান লাজু উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by