দেশজুড়ে

বাউফলে সড়ক দুঘটনায় গুরুতর আহত চাচা-ভাতিজা

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

বাউফলে সড়ক দুঘটনায় গুরুতর আহত চাচা-ভাতিজা

পটুয়াখালীর বাউফলে প্রাইভেটকার ও মোটরসাইলে সংঘর্ষে হারুন গাজী (৫৫) ও আব্দুল জলিল গাজী (৩৫) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউফল-নুরাইরপুর সড়কের বাংলারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।  

আহত দুই জনের বাড়ি উপজেলার কেশপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। এরা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।    

প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, বাউফলগামী একটি মোটরসাইলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২২-৫৫৮২) সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন হারুন গাজী (৫৫) ও মোটরসাইকেল চালক আ. জলিল গাজী (৩৫) নামে দুই ব্যাক্তি।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাম্মি আক্তার ত্বরন জানান, আহতদের  চিকিৎসা দিয়ে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content