দেশজুড়ে

নূরানী বোর্ডের চেয়ারম্যান হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২০ , ১২:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নূরানী তা’লীমুল কোরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী পৌরসভার বোর্ডের প্রধান কার্যালয়ে ‘মজলিসে আমেলা’ বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে বাবুনগরীকে নূরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বৈঠকে শফীপুত্র মাওলানা আনাস ও মাওলানা সলিমুল্লাহকে বোর্ডের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী।

বৈঠকে মুফতি জসিম উদ্দীনকে সেক্রেটারি (মহাসচিব), মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া বৈঠকে মাওলানা মোহাম্মদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by