দেশজুড়ে

আত্নহত্যায় নিহত নারীকে দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধুর

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ৪:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক স্বামীর সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন পারুল বেগম (৫৪)। স্বজনের লাশ দেখে বাড়ি ফেরার পথে গৃহবধু রুপবান বেগম সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত (৪২) হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রায়পুরের দক্ষিণ চরআবাবিল ইউপির তুলাতুলি গ্রামের কৃষক মফিজ মোল্লার স্ত্রী ও পাঁচ সন্তানের জননী পারুল বেগম বসতঘরের পাশে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেন। 

স্বজন পারুল বেগমের আত্নহত্যার সংবাদ শুনে সন্ধায় রায়পুর ইউপির গাইয়ারচর গ্রামের মালগাজি বাড়ীর আবুল বাশারের স্ত্রী রুপবান বেগম মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত পারুলের স্বজন মো. সেলিম বলেন, পারুল বেগম খুব রাগী। সামান্য কিছু হলেই সংসারে গোলমাল লাগিয়ে দেয়। তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে অভিমান করে বসতঘরের পাশে কড়ই গাছের সাথে অভিমান করে দড়ি দিয়ে আত্নহত্যা করে। স্বজনকে দেখে বাড়ী ফেরার পথে প্রিন্সিপাল আবদুল জব্বার হুজুর বাড়ীর সামনে পৌঁছলে মোটরসাইকেল ধাক্কা দিলে রুপবান বেগম সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরের উত্তর চরআবাবিল ইউপি চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, কৃষকের স্বামীর সাথে ঝগড়া করে ৫ সন্তানের জননী পারুল বেগমের গলায় রশী দিয়ে আত্নহত্যা এবং সড়ক দুঘর্টনায় রুপবান বেগমের (৪৫) নিহতের ঘটনায় আমি শোকাহত। পুলিশকে অনুরোধ করে তাদের দাফনের ব্যাবস্থা হয়।।

এঘটনায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুটি ঘটনাই মর্মান্তিক। নিহতদের পরিবার ও জনপ্রতিনিধি র অনুরোধে দুই নারীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যাবস্থা করা হয়েছে।

আরও খবর

Sponsered content