রংপুর

উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মহিলা দলের ঝাড় – মিছিল

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৪:৩১:০৩ প্রিন্ট সংস্করণ

উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মহিলা দলের ঝাড় - মিছিল

কুড়িগ্রামের উলিপুরে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ঝাড়– মিছিল হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলাদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে ঝাড়– মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, নিহত আশরাফুল ইসলামের বোন আফরোজা বেগম, কন্যা আলপোনা ইসলাম পাপর, উপজেলা মহিলাদলের সভানেত্রী রিনা বেগম, সাবেক সভানেত্রী সামছুন্নাহার বেগম, পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন আলী প্রমুখ। সমাবেশে নিহতের ছোট বোন ও কন্যা কান্না জড়িতকন্ঠে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানার গোল ঘরে নারী ঘটিত একটি বিষয় নিয়ে বৈঠক চলাকালে প্রতিপক্ষের মারধরের ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের মৃত্যু হয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক শনিবার (২৮ ডিসেম্বর) ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় সুলতান আহম্মেদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছেন। 

আরও খবর

Sponsered content