রাজশাহী

শাহজাদপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২১ , ৭:০০:১৫ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে ‘প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মৃতি পরিষদ’র আয়োজনে কালো ব্যাচ ধারণ, সমাধিতে পূস্পস্তবক অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।

স্মৃতি পরিষদের আহবায়ক মুহম্মদ আব্দুর রফিকের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকতের সঞ্চালনায় এ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজি. সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচালক শিবলি মাহমুদ, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহুল আমিন, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুল হক, মওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুুর রহমান মিলন, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহ আলম ও প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র ছেলে ও চ্যানেল আইয়ের সিনিয়র রিপোটার চকর মালিথা। এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক ফরহাদ হোসেন, সৈয়দ নাছিমা জামান ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by