চট্টগ্রাম

দেবিদ্বারে কার্টুনবক্সে একদিন বয়সী মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৫:৪৩:৩৭ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে কার্টুনবক্সে একদিন বয়সী মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা থেকে অজ্ঞাত একদিন বয়সী এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। 

বুধবার ১লা জানুয়ারী “ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের বারেরা থেকে কার্টুন বক্স মুড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিন জন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে, দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায। পরে তারা খুলে দেখেন একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা সঙ্গে সঙ্গে স্হানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পান বলে জানায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে কোন পরিচয় সনাক্ত করা যায়নি। 

আরও খবর

Sponsered content