দেশজুড়ে

বেতাগীতে জমি বিরোধের জের ধরে  গাছ কেটে নেয়ার অভিযোগ 

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৪:২১:৩৬ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধিঃ সারাদেশব্যপী যখন করোনাভাইরাসে মানুষের লগডাউনে জীবনযাপন। ঠিক তখনি একদল নামধারী ভূমিদস্যু জমি দখল করার জন্য অন্যের বাগানের গাছ কেটে উজাড় করেছে বাগান। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সরিষামুড়ি গ্রামের  মৃত করিম হাওলাদারের পুত্র সেলিম হাওলাদারের এস,এ ৩২৪ নং খতিয়ানের ৯১৪ নং দাগের নিজ কবলা ভোগদখলীয় সম্পত্তিতে রোপনকৃত মেহগনিসহ  বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছ। মৃঃ আজিজ হাওলাদারের প্রভাবশালী ভূমিদস্যু  পুত্র জলিল হাওলাদার কাটিয়া নিয়ে যায়।

জমির মালিক সেলিম হাওলাদার সাংবাদিকদের জানায়,  বাংলাদেশে নবেল করোনাভাইরাসে বরগুনা জেলাকে  লকডাউন ঘোষণা করার পর বাড়ি থেকে বের হতে না পারায়। ওই সুযোগে  অভিযুক্ত ভূমিদস্যুরা আমার নিজ জমি জোরপূর্বক দখল করার জন্য। বাগানের রোপনকৃত গাছ কাটিয়ে নেয়। এ বিষয়ে  অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই তারা এলাকাছাড়া। এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ বলেন,  বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। 

আরও খবর

Sponsered content

Powered by