প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৭:৪৫:১০ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদু উপজেলার গাথাছড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (রবিবার) সকাল ১১ টায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাছড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন ব্যাপী আনসার ভিডিপির সদস্যদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার কমান্ডার আলী আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মঞ্জুর আলম মোর্শেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. মাসুদুর রহমান মাসুদ, গাথাছড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন, ৩৮ আনসার ব্যাটালিয়নের মনিটরিং, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন আনসার কমান্ডার, ইউনিয়ন ভিডিপি দলনেতা-দলনেত্রী ও প্রশিক্ষণার্থী সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১০দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথি প্রশিক্ষক হিসেবে রয়েছেন জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি, অধিনায়ক ৩৮ আনসার ব্যাটালিয়ন, অফিসার ইনচার্জ লংগদু থানা, অধ্যক্ষ লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজ, উপজেলা কৃষি কর্মকর্তা, স্টেশন কর্মকর্তা ফায়ার সার্ভিস ও ব্যবস্থাপক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রমুখ্।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের সকলকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রত্যেকের বাড়ীর আঙ্গিনায় বৃক্ষ রোপণ ও সবজি চাষের মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করতে হবে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জানান, গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও ২২ জন পুরুষ ও ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থী অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন।