প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৫:২০:৪০ প্রিন্ট সংস্করণ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। আগামী দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিতে এই নিয়োগ দিয়ে ২০ জানুয়ারি (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অপরদিকে ওএসডি অতিরিক্ত সচিব শাহ আবদুল আলীম খানকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
প্রসঙ্গত, ৫ আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে পটভূমি পরিবর্তনের পর ১১ আগস্ট উপদেষ্টা হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ে নিয়োগ পান সুপ্রদীপ চাকমা। তিনি দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ ৪ মাসেরও বেশি সময় ধরে শূন্য থাকা এ পদে অবশেষে কোন অবঃ সেনা অফিসারকে নিয়োগ দেন সরকার।