চট্টগ্রাম

চট্টগ্রামে অরোধে দুই বাসে আগুন, গ্রেপ্তার ২৪

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৩:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে অরোধে দুই বাসে আগুন, গ্রেপ্তার ২৪

বিএনপির ঢাকা দেশব্যাপী তিনদিনের অবরোধের প্রথমদিনে চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে দু’একটা স্পটে পিকেটিংয়ের চেষ্টা করা হলে দিনের কার্যক্রম ছিলো স্বাভাবিক। নগরীতে অবরোধের কোনো প্রভাব দেখা না গেলেও মহাসড়কে যান চলাচল ছিলো সীমিত। দিনের বেলায় কেবল বহদ্দারহাট এবং সিটিগেইটে ঝটিকা মিছিল করলেও নগরজুড়ে বিএনপি’র আর কোনো সভা সমাবেশ মিছিল মিটিং পরিলক্ষিত হয়নি।

অবরোধের প্রথমদিন ভোরে নগরীর ইপিজেড এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগেরদিন সোমবার রাতে নগরীর জিইসি মোড়েও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে ইপিজেড এলাকায় আগুন দেয়ার ঘটনায় ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। এ সময় দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অপরদিকে সিটি গেইট এলাকায় মিছিল ও পিকেটিং করার সময় আকবর শাহ থানা এলাকা থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘আমরা সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেটের কাছে পাকা রাস্তার ওপর থেকে ৭টি ককটেইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।’

এদিকে নগরীর বাকলিয়া এলাকায অবরোধের সমর্থনে মিছিলের সময় বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করেছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩০ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by