বাংলাদেশ

শনাক্ত ৬৬৭৬, শনাক্তের হার ২০.৮৮ শতাংশ

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৬:১৭:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার বেড়ে হয়েছে ২০ দশমিক ৮৮ শতাংশে।

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের হিসাবে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।

আরও খবর

Sponsered content

Powered by