প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৫:২৬:২৬ প্রিন্ট সংস্করণ
ভারতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখনো কেন ভারতের হাইকমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে এ প্রশ্ন রাখেন তারা।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।
অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, এ দেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এ দেশের মানুষ সোচ্চার।
ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সব হত্যার বিচারের জোড় দাবি তোলা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশবিরোধী কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।