প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৫:৩৯:০৪ প্রিন্ট সংস্করণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুন্যের উৎসব ২০২৫ এ বিতর্ক প্রতিযোগিতায় পটুয়াখালী জেলা পর্যায়ে বাউফলের কালিশুরী ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকাল ৪:৩০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতায় কালিশুরী ডিগ্রি কলেজ এ বিজয় অর্জন করেন। বিতর্ক প্রতিযেগিতায় চুড়ান্ত (ফাইনাল) পর্বে গলাচিপা সরকারি কলেজ ও কালিশুরী ডিগ্রি কলেজ এ দুটি দল অংশ গ্রহণ করেন। এতে কালিশুরী ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়ে বিজয় অর্জন করে বরিশাল বিভাগে প্রতিযোগিতার গৌরব অর্জন করেন।এর আগে বেলা ১টায় সেমিফাইনালে রাঙাবালি ডিগ্রি কলেজ বনাম কালিশুরি ডিগ্রি কলেজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এতে কালিশুরি ডিগ্রি কলেজ বিজয় অর্জন করে চুড়ান্ত পর্বে উন্নীত হন। চড়ান্ত পর্বে কালিশুরী ডিগ্রি কলেজ ও গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের প্রতিযোগিতায় কালিশুরী ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হন।
এ বিষয়ে কালিশুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এন এম রেজাউল করিম বলেন, এ বিজয় কালিশুরী ডিগ্রি কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী , পরিচালনা কমিটি ও অভিভাবকদের প্রচেষ্টার ফলাফল। আমি মনে করি এ প্রেরণায় উজ্জীবিত হয়ে শিক্ষার্থীরা আগামি দিনের সফলতা বয়ে আনবে।
উল্লেখ্য গত ১৫ই জানুয়ারি তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ফাইনালে কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ ও কালিশুরী ডিগ্রি কলেজ অংশ গ্রহণ করে কালিশুরী ডিগ্রি কলেজ চ্যাম্পিয়নের বিজয় অর্জন করেন।