দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িত রোহিঙ্গা ক্যাম্পের পাশে অজ্ঞাত ব্যাক্তির  লাশ উদ্ধার

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৩:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

নাইক্ষ্যংছড়িত রোহিঙ্গা ক্যাম্পের পাশে অজ্ঞাত ব্যাক্তির  লাশ উদ্ধার

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের বিপরীত পার্শ্ববর্তী, টিভি টাওয়ার এলাকার রাবার বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধাবর (২৯ জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিভি টাওয়ার রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  রাবার বাগানের  খাদে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন রাবার বাগান এলাকায় অজ্ঞাত একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়, খবর পেয়ে লাশটি উদ্ধার করে আনা হয়েছে। 

লাশের বিষয়ে জানাজানি হলে ঘুমধুমের নিকটবর্তী রোহিঙ্গা ক্যাম্প হতে নিহতের নিকট আত্মীয়স্বজন থানায় এশে লাশটি সনাক্ত করেন।

তিনি জানান তাদের দেয়া তথ্য মতে অজ্ঞাত ব্যাক্তির নাম মুহিবুল্লাহ্ এবং সে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।লাশের সুরতহাল পরিক্ষা করে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।নিয়ম অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও খবর

Sponsered content