দেশজুড়ে

লংগদুতে ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৫:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ

লংগদুতে ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০দিন ব্যাপী ভিডিপির সদস্য সদস্যাদের গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনজুর আলম মোর্শেদ এর সভাপতিত্ব  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক জনাব নবকুমার বিশ্বাস।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গাথাছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুরশিদা বেগম, ৩৮ আনসার  ব্যাটালিয়ন সিএ ও কোম্পানি কমান্ডার মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আনসার ভিডিপির প্রশিক্ষক মো. মাসুদুর রহমান, হিল আনসার কমান্ডার আলী আহাম্মদ প্রধান, ইউপি সদস্যা ফিরোজা বেগম, সহকারি মহিলা আনসার কমান্ডার রাবেয়া আক্তার, ইউনিয়ন আনসার কমান্ডার শরিফুল ইসলাম, ইউনিয়ন দলনেত্রী পারভীন আক্তারসহ শিক্ষক, সাংবাদিক,  স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থী সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন।

আরও খবর

Sponsered content