চট্টগ্রাম

লক্ষ্মীপুরের রায়পুরে চলছে কঠোর লকডাউন

  প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ৭:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

দেশব্যাপী করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সারাদেশে সরকার নির্দেশিত লকডাউনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১লা জুলাই থেকে চলছে কঠোর লকডাউন। জাতীয় শুদ্ধাচার ২০২০-২০২১ অর্জন করা রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরীর নেতৃত্বে এসিল্যান্ড আকতার জাহান সাথি, রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল ও সেনাবাহিনীর তত্বাবধানে রায়পুর উপজেলার পৌর শহর থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটি হাট বাজারে কঠোর লকডাউন নিশ্চিত করা হয়েছে।

এসময় লকডাউনের শর্ত অমান্য করায় পৃথক পৃথক প্রায় শতাধিক মামলায় এ পর্যন্ত মোট ৮৩,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বছর করোনার শুরু থেকে রায়পুর উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা টেস্ট করা হয়েছে ২৩৩৭ জন রোগীর যার মধ্যে পজেটিভ রোগীর সংখ্যা ২৯৩ জন আর নেগেটিভ রেজাল্ট এসেছে ২০৪৪ জনের।
৫ই জুলাই রোজ সোমবারেও রায়পুরে নতুন করে ০৯ জন রোগী শনাক্ত হয়েছে এবং এ উপজেলায় দিন দিন শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে।

এদিকে লকডাউনে খেটে খাওয়া দিনমজুর ও রিকশা চালকেরা মানবেতর জীবনযাপন করছে, বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এই লকডাউনে সরকারী বেসরকারী উদ্যোগে কেউই ত্রান বিতরণ না করার কারনে তারা খুবই কষ্টে দিনযাপন করছে।

আরও খবর

Sponsered content

Powered by