প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৬:৪২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে মাসব্যাপী অনুষ্ঠিত ফুল উৎসবের সমাপনী আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে গালা নাইট কনসার্ট। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এ গালা নাইট কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টকে সামনে রেখে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর পক্ষ থেকে শিরোনামহীনের ভোকাল ইশতিয়াক সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম জানান, প্রায় ৩৫হাজার দর্শক যাতে স্টেডিয়ামের ভিতরে বসে কনসার্ট উপভোগ করতে পারেন সে ব্যবস্থা রাখা হচ্ছে। এর বাইরে কাজীর দেউড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে এলইডি স্ক্রিন। কনসার্টের টিকেটের মুল্য রাখা হয়েছে রেগুলার ৩শ, ফ্রন্টায়ারা ৫শ টাকা। টিকেট কাটতে হবে অনলাইনে https://tickticki.com/chattogram_flower_fest_2025 এ ওয়েবসাইট থেকে। তবে কনসার্টের আগেরদিন ৫ তারিখ থেকে অফলাইনেও টিকেট বিক্রির বিষয়টি নিয়ে ভাবছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাংবাদিকরা পাসকার্ডের মাধ্যমে বিনামূল্যে কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্টের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ১হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোষাকে দায়িত্ব পালন করবেন। স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চলমান বইমেলা ওইদিন বন্ধ থাকবে। সেই সাথে মার্কেটের বিভিন্ন দোকানও বন্ধ থাকবে। মাঠে ১০টি স্টল থাকবে খাবার বিক্রি ও অন্যান্য প্রদশর্নীর জন্য।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুপুর ২টায় কনসার্ট শুরু হলেও সকাল ৭টা থেকে গেট খুলে দেয়া হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য মোট ৭টি গেট ওপেন থাকবে। কনসার্টে চট্টগ্রামের প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর পরিবারকে সম্মাননা প্রদানের অনুরোধ করলে তা বিবেচনায় নিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে। অপরদিকে জনগণের অনুরোধে আসন্ন ভ্যালেন্টাইনস পর্যন্ত মেলা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও জেলা প্রশাসন চিন্তা ভাবনা করছেন বলে জানানো হয়।
গালা নাইট শীর্ষক কনসার্টে গান শোনাবে ব্যান্ড নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। কনসার্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন।