ঢাকা

কাশিয়ানীতে এক ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব চাল আত্মসাতের অভিযোগ

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৮:২০ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডিলার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের চালের কার্ড থাকলেও চাল না পাওয়ার অভিযোগ করেছে উপজেলার হাতিয়ারা ইউনিয়নের বেশ কয়েকজন কার্ডধারী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতিয়ারা ইউনিয়নের ডিলার দেবজ্যোতি মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবুল বিশ্বাস (কার্ড নং -৪১১), বিশ্বনাথ বালা (কার্ড নং- ৪১২), নিভা বালা (কার্ড নং- ৪০৬)। তারা অভিযোগ করে বলেন,
হতদরিদ্রদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরে চালের কার্ড থাকলেও আমরা চাল কেনা থেকে বারবার বঞ্চিত হচ্ছি।

সরকারী চাকুরী করার পরও খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার হয়েছে দেবজ্যোতি মন্ডল। তিনি নওগাঁ জেলায় কর্মরত আছেন, তার পিতা হারানিধি মন্ডল এ চাল বিতরণ করেন। ভুক্তভোগীরা বলেন
হারানিধি মন্ডলের কাছে বারবার চাল চাইলে তিনি বলেন, চাল বিক্রি করে দিয়েছি, মুখ বন্ধ রাখার জন্য চালের বিনিময়ে টাকা দেয়ারও আশ্বাস দেন তিনি, আমরা বারবার যাওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে চালও দেন না টাকাও দেন না, আমরা পরিবার নিয়ে চরম খাদ্য সংকটে ভুগছি।

তালিকায় অনেকের নাম থাকা স্বত্ত্বেও ডিলার দীর্ঘদিন যাবৎ গরীবের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করে আসছে।

এই দুর্নীতিবাজ চাল আত্মসাৎকারী ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা

উল্লেখ্য গত ৭/৪/ ২০২১ তারিখে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের অনুসন্ধানে ডিলার দেবজ্যোতি মন্ডলের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ এর প্রমাণ চিত্রসহ নিউজ প্রকাশ হয়েছিলো তারপরেও বহাল তবিয়্যতে অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by