দেশজুড়ে

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান কারাগারে

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান কারাগারে

বাগেরহাটের সাবেক সুপার আবুল হাসনাত খানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।দিন ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) মাহবুব মোরশেদ লালন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর থেকে বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ফকিরহাট থানায় দায়ের করা একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

আরও খবর

Sponsered content