ঢাকা

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জমি ঘর পেলেন রূপগঞ্জের ৪৯ ভূমিহীন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৬:৫৭:১৯ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের জমি ও ঘর পেলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ৪৯ ভূমিহীন পরিবার। ভূমিহীন ভিক্ষুক, ভাসমান মানুষ, পরিচ্ছন্নতাকর্মী, বেদে, কুষ্ঠরোগী, হিজড়া, স্বামী পরিত্যাক্তা, বিধবাদের মধ্যে এ ঘর ও জমি বরাদ্দ দেওয়া হয়। দুই শতাংশ জমির উপর, বারান্দা, বাথরুম, রান্নাঘরসহ দুইকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর তৈরি করে তাদের দেওয়া হয়।

২৬ এপ্রিল মঙ্গলবার জমির মালিকানা দলিল ও ঘরের চাবি তাদের মধ্যে বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল হাসান,রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

পরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির মালিকানা দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by